कोशिश गोल्ड - मुक्त
বুটাইয়ের বড়দিন
ANANDAMELA
|20 Aug, 2024
প্রিয় বুটাই ওরফে টিনটিনকে বড়দিনের উপহার। ক্যাপ্টেন হ্যাডক।” “দেখে মনে হচ্ছে স্পিড়ের ছানা,” বাবার গলায় স্পষ্ট বিস্ময়।
শীতের সময়টা কেমন যেন অন্য রকম হয়। সকালগুলো হয় শিশিরমাখা। দুপুর পেরোতে না-পেরোতেই রোদ ফিকে হয়ে আসে। আকাশ জুড়ে ছড়ায় হাওয়াই মিঠাইয়ের মতো গোলাপি আলো।
বুড়ি-ছোঁয়ার মতো করে হাজির হয় বিকেল, তার পরই ঝুপ করে সন্ধে নামে। দিনে যে হাওয়ার ঝাপটারা এসে গালে-কপালে আদর বুলিয়ে দেয়, রাতে তারাই শরীরে এই কাঁপন ধরায়। সর্বক্ষণ মনে হতে থাকে, বুঝি অদ্ভুত কিছু ঘটল! ঘটেও যায় কখনও কখনও, কেউ কিছু বুঝে ওঠার আগেই।
স্কুলে বড়দিনের ছুটি চলছে। সপ্তাহ খানেক বন্ধ থাকবে। তবে পড়াশোনায় ঢিল দেওয়ার উপায় নেই। ক্লাস শুরু হলেই ইউনিট টেস্ট। তাই বড়দিনের বিকেলেও বন্ধুদের সঙ্গে খেলতে না গিয়ে আমি এক তলার ছোট ঘরে বই-খাতা নিয়ে বসেছি। উঠোনমুখী এই ঘরটা আমার বেশ পছন্দের। জানলা দিয়ে অনেক কিছু দেখা যায়। যেমন এখন। সামনে বই খোলা। এক গাদা কঠিন অঙ্ক আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। অথচ আমার মন বার বার চলে যাচ্ছে গ্রিল দেওয়া জানলার বাইরে, কাঁঠাল গাছে বসা পাখিগুলোর কাছে। কী মিষ্টি সুরে ডাকছে ওরা! শুনলেই মন ভাল হয়ে যায়।
আমাদের উঠোনটা বেশ বড়। নানা রকমের গাছপালায় সাজানো। ফুলের বাগান থেকে শুরু করে নারকেল, নিম, কাঁঠাল সবই আছে। এমনকি একটা সুপুরি গাছও। আকাশ-পাতাল ভাবতে ভাবতে আর এক বার বাইরে তাকিয়েছি। অমনি আমার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। বাঁ দিকে পাঁচিলের কোণ ঘেঁষে, তুলসী মঞ্চের পাশটায় এক জন লোক দাঁড়িয়ে। অচেনা কেউ। আগে কোনও দিন দেখিনি। ভিতরে এল কী করে! গেট খোলার শব্দ তো কানে আসেনি। তা হলে নিশ্চয়ই পাঁচিল টপকেছে! চোর-ডাকাত নয় তো? ভাবলাম চিৎকার করে বাড়ির লোকদের ডাকি। শুধু বাবা বাড়ি নেই। পিসিমণিদের ওখানে গেছে। মা দোতলায় টিভি দেখছে। ছোটকা নিজের ঘরে বই পড়ছে। ঠাকুরমা ঘুমোচ্ছে। এক বার হাঁক পাড়লেই সকলে চলে আসবে। কিন্তু চেঁচালাম না। কারণ, দেখলাম লোকটা হাত নাড়ছে। আমারই দিকে ইশারা করে।
यह कहानी ANANDAMELA के 20 Aug, 2024 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
ANANDAMELA से और कहानियाँ
ANANDAMELA
ভবানীবাবুর ভূত
হারু একটু ভীরু প্রকৃতির ছেলে। রীতিমতো ভয় পেয়ে সে বলল, “তা হলে কী হবে দাদা?” হরিদাস বলল, “হবে আর কী, কোনও দিন সকালে তোর দোকানে চা খেতে এসে দেখব, তুই ঘাড় লটকে মরে পড়ে আছিস।”
9 mins
October 20, 2025
ANANDAMELA
যেখানে ভূতের ভয়,
বিজ্ঞান নাকি বিশ্বাস? অতিপ্রাকৃত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললেন পৃথা বসু
3 mins
October 20, 2025
ANANDAMELA
পাহাড়ের সেই রাত
চিরকুট খুলতেই অতীতের লুকোনো সত্য চোখের সামনে ভেসে উঠল। অভয়জির অলৌকিক ক্ষমতার আড়ালে যে ভয়াবহ অন্ধকার লুকিয়ে আছে, তা বুঝতে দেরি হল না।
7 mins
October 20, 2025
ANANDAMELA
বশীকান্ত
নন্দুর উপস্থিতি টের পেয়ে বশীকান্ত একশো আশি ডিগ্রি মাথাটা ঘুরিয়ে বলল, “আরে নন্দুদা যে! আজ তোমার ছুটি, আমিই বাবুর পছন্দের রান্না করছি।” ভূতে তার নাম নিচ্ছে, নন্দু আর দাঁড়াল না। পাঁই পাঁই করে ছুটে পালিয়ে এল সেখান থেকে।
10 mins
October 05, 2025
ANANDAMELA
ছোট ছোট খেলা
আমাদের রাজ্য থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে ঘটছে খেলাধুলোর নানা ঘটনা। তার ঝলক থাকল এখানে।
2 mins
October 05, 2025
ANANDAMELA
ছোট ছোট খেলা
আমাদের রাজ্য থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে ঘটছে খেলাধুলোর নানা ঘটনা। তার ঝলক থাকল এখানে।
2 mins
October 20, 2025
ANANDAMELA
সেই সব আশ্চর্য শরৎ
চা-বাগানের রেডিয়োহীন ছোটবেলায় কেমন ছিল পুজোর আমেজ? বাঘ আসার ভয়, কলাবৌ আসলে কে, সেই সময়ের খুনসুটি-ঝগড়া-আনন্দের স্মৃতিচারণ করেছেন তিলোত্তমা মজুমদার
8 mins
October 05, 2025
ANANDAMELA
পায়ের কাছে বসে আছে
খসখস খসখস শব্দটা জাগিয়ে রাখল। এক সময় থেমে গেল। তার পরই খুব হালকা পায়ের শব্দ পেলাম। টের পেলাম, যেন কেউ অতি সাবধানে আমার পায়ের কাছে এসে বসল।
8 mins
October 20, 2025
ANANDAMELA
উৎসব শুরুর ঘোষণা
ছোটবেলায় কেমন ছিল মহালয়ার দিনগুলো? স্মৃতিতর্পণে ডুব দিয়েছেন প্রচেত গুপ্ত
6 mins
September 20, 2025
ANANDAMELA
মহালয়ার মহত্ত্ব
এই বিশেষ দিনটির নেপথ্যে থাকা মানবিকতা উদযাপনের গল্প লিখেছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
4 mins
September 20, 2025
Listen
Translate
Change font size

