試す - 無料

Udbodhan - October 2022

filled-star
Udbodhan
From Choose Date
To Choose Date

Udbodhan Description:

দীর্ঘ ১২৬ বছর ধরে রামকৃষ্ণ মঠ ও মিশনের একমাত্র বাংলা মুখপত্র হিসাবে উদ্বোধন পত্রিকা পাঠকমহলে সমাদৃত হয়ে আসছে। শুধু রামকৃষ্ণ সঙ্ঘের মুখপত্র হিসাবেই স্বামীজী ‘উদ্বোধন’ এর প্রবর্তন করেননি, বাংলা ভাষা ও সাহিত্যের নতুন শক্তি, মাত্রা ও গতিবেগ সঞ্চার করাও তাঁর উদ্দেশ্য ছিল। বাঙালীর মানসলোককে ইতিবাচক ও শক্তিশালী চিন্তা, ভাব ও আদর্শের দ্বারা প্রদীপ্ত করার এবং অসাম্প্রদায়িক ও সর্বজনীন মূল্যবোধে উদ্দীপ্ত করার প্রয়োজনে এই পত্রিকার জয়যাত্রা শুরু। এই পত্রিকা কেবল ধর্মীয় পত্রিকা নয়, এখানে ধর্ম, সাহিত্য, ইতিহাস, সমাজতত্ত্ব, বিজ্ঞান, শিল্প, লোকসংস্কৃতি প্রভৃতি জ্ঞান ও কৃষ্টির নানা বিষয়ে গবেষণামূলক ও ইতিবাচক আলোচনা প্রকাশিত হয়ে থাকে।

この号では

দিব্যবাণী, কথাপ্রসঙ্গে- পারাপার, কেনোপনিষৎ— স্বামী ভূতেশানন্দ, স্বামী সুবোধানন্দের পত্র, রামকৃষ্ণ-চেতনা— স্বামী মেধসানন্দ, বাংলার লোকায়ত আঙিনায় লক্ষ্মী— স্বপনকুমার ঠাকুর, বেদনার বালুচরে অতুলপ্রসাদের জীবন ও সৃজনধারা— স্বামী শিবপ্রদানন্দ, অতুলপ্রসাদের জীবন-গান— দেবজিত্‌ বন্দ্যোপাধ্যায়, পত্র-পত্রিকায় রামকৃষ্ণ-বিবেকানন্দ ও অন্যান্য প্রসঙ্গ— বিজন ঘোষাল, রাঢ়ের স্মৃতি : এরোয়ালীর কালীপূজা— তুহিন মুখোপাধ্যায়, স্মৃতিপটে স্বামী বিরজানন্দ, মনের নিঃস্বার্থ বন্ধু— ঋতব্রত ব্যানার্জী, আম্পায়ার যেন শাঁখের করাত— অরুণাভ গুপ্ত, রামকৃষ্ণ মঠ, হালাসুরু (আলসুর)— রামেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রচ্ছদ ভাবনা— উঠ আদি জগত-জন-পূজ্যা, করতালির ডাকে— সৈকত সরকার, ধ্রুবতারা— তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ, বৃথাজন্ম কুয়াশা— স্নেহাংশু বিকাশ দাস, নয়নতারার পরী— মঞ্জুভাষ মিত্র, রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর, ভারতীয় সংবিধানের অলংকরণ, মনের ঊর্ধ্বায়ণের লক্ষ্যে— গোপেন্দ্র চৌধুরী, কাব্যপুষ্পে এক নিবেদন— বন্দিতা ভট্টাচার্য, সুরেলা মাধুরী, সমর সেন প্রসঙ্গে, রামকৃষ্ণ মঠ ও মিশন সংবাদ, শ্রীশ্রীমায়ের বাড়ির সংবাদ, বিবিধ সংবাদ

最近の問題

関連タイトル

人気カテゴリー