Versuchen GOLD - Frei

পুরস্কার

ANANDAMELA

|

August 05, 2025

উজানের রোল নম্বর ১ না হওয়ায় তার মনে আক্ষেপ, আর আবিরের ছিল একটাই স্বপ্ন—একবার মঞ্চে উঠে পুরস্কার নেওয়া। বাবার অনুপ্রেরণায় আবির আবৃত্তিতে নিজের জায়গা করে নিল সবার হৃদয়ে।

- নি বে দি তা না গ

পুরস্কার

আবির বোস, ক্লাস এইট, সেকশন-এ, রোল নম্বর, ১। না, আবির কোনও দিন ক্লাসে প্রথম হয়নি। ক্লাসে প্রথম হয় উজান সাহা। তার রোল নম্বর ১৭৫, সেকশনসি। এই নিয়ে উজানের মনে খুব দুঃখ। সে তার সহপাঠীদের বলে যে, তার বাবার ইশকুলের রোল নম্বর কখনও এক ছাড়া দুই হয়নি। অর্থাৎ তিনি কখনও প্রথম ছাড়া দ্বিতীয় হননি। উজান এখনও পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রথম হয়েই উঠেছে। কিন্তু বাবার মতো রোল নম্বর ১ হওয়ার গৌরব অর্জন করতে পারেনি।

এই নিয়ে উজানের বাবা হেডস্যরের সঙ্গে দেখা করেছেন। মেরিট লিস্টকে মান্যতা দিয়ে ছাত্রদের রোল নম্বর ঠিক করার আর্জিও জানিয়েছেন। স্যর হেসে বলেছিলেন, “বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় যারা প্রথম হয়, তাদের রোল নম্বর নিয়ে কি কেউ মাথা ঘামায়? রোল নম্বর একটা ছাত্রকে চিহ্নিতকরণের নম্বর মাত্র। আর কিচ্ছু নয়। উজানের রোল নম্বরটা ওর প্রথম হওয়ার স্বীকৃতিকে বিন্দুমাত্র ব্যাহত করবে না। আসলে এটা আমাদের একটা পুরনো ধারণা। ওটা থেকে আমাদের বেরোতে হবে। আর এখন স্কুল শিক্ষা দফতরে ছাত্রদের সম্পর্কে এত এত তথ্য পোর্টালে তুলতে হয় বা বিভিন্ন সময়ে ব্যবহার করতে হয় যে, এ, বি, সি, ডি করে নাম না সাজালে ভারী অসুবিধে হয়।” এর পরে আর উজানের বাবা কিছু বলেননি। কিন্তু মনে মনে একটা অসন্তুষ্টি থেকেই গিয়েছিল। উজানেরও এই নিয়ে আবিরের উপর একটা চাপা ক্ষোভ আছে।

ইশকুলের বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব হবে। এই সময় সাজো সাজো রব! সমস্ত পুরস্কারপ্রাপক ছাত্রদের নামের তালিকা বাইরে বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়। ক্লাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যেমন থাকে, তেমনই বিভিন্ন বিষয়ের সর্বোচ্চ নম্বরপ্রাপকরাও থাকে। না, আবিরের নাম এ সব তালিকায় কোনও দিন স্থান পায়নি। শিক্ষাগত ছাড়াও বছরের প্রথমে ওদের ইশকুলে আবৃত্তি, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, বসে আঁকো — এ সব প্রতিযোগিতাও হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বড় বড় অতিথিরা আসেন। ছাত্ররা মঞ্চে উঠে তাঁদের হাত থেকে পুরস্কার নেয়। বাবামায়েরা দর্শকাসন থেকে ছেলেদের দিকে গর্ব-ভরে তাকান। উজানের বাবা, মা-ও। বন্ধুরা, অভিভাবকরা, মঞ্চে উপস্থিত অতিথিরা, স্যরেরা, ম্যামরাও হাততালি দেন। আবির হল হাততালি দেওয়ার দলে। কোনও দিন হাততালি পায়নি।

WEITERE GESCHICHTEN VON ANANDAMELA

ANANDAMELA

ANANDAMELA

বকুলতলার বেদি

অন্য ঘরগুলোয় তুলনায় এই তুলনায় এই ঘরের দরজাটা বেশ বড়, শক্তপোক্ত। ধীরে ধীরে দরজা খুলছে। খুলছে ভিতর দিকে। কেমন একটা ভ্যাপসা, ভিজে ভিজে গন্ধ৷ দেওয়ালে কোনও জানলা নেই। তার পরেই আঁতকে ওঠার মতো একটা দৃশ্য । ঘরটার কোনও মেঝে নেই। বিরাট এক গহ্বর। অন্ধকার।

time to read

7 mins

October 20, 2025

ANANDAMELA

ANANDAMELA

অপয়া

প্রলয় ওরফে পলুকে নিয়ে এক মানুষের জীবনের রহস্যময় মুহূর্তগুলোর গল্প—যার প্রতিটি দেখা যেন নতুন ঘটনার ইঙ্গিত। ভাগ্য, কাকতাল, আর মানুষের মনে জন্মানো অদ্ভুত বিশ্বাস—সব মিলিয়ে এক টানটান আবহের কাহিনি।

time to read

6 mins

October 20, 2025

ANANDAMELA

ANANDAMELA

আশ্চর্য ইঙ্গিত

রাতের অমাবস্যায় দেবুর দুঃসাহসিক যাত্রা তাকে নিয়ে যায় জমিদারবাড়ির রহস্যের সামনে। ভূতের ইঙ্গিতেই শেষ পর্যন্ত উদ্ধার হয় হারানো রাধা–কৃষ্ণের মূর্তি, ফিরতে থাকে গ্রামের মেলা।

time to read

6 mins

October 20, 2025

ANANDAMELA

ANANDAMELA

তারা এসেছিল

সে দিন রাতে আবার আওয়াজ শোনা গেল কাঠের বারান্দায়। কোনও ডাক নয়। বুক ঘষটে থপ থপ শব্দে কিছু উঠে আসার শব্দ যেন। কেন জানি না, টমির মনে হল, দরজা খোলাটা বোধ হয় ঠিক হবে না। জানলার পর্দাটা সরিয়ে উঁকি দিল বারান্দায়

time to read

8 mins

October 20, 2025

ANANDAMELA

ANANDAMELA

চন্দনস্যর

১. বৃষ্টিভেজা সকালে বাসুদেববাবুর চোখে হঠাৎ ভেসে ওঠে পুরনো অঙ্কস্যর চন্দনস্যরের অবিকল চেহারা। ২. চল্লিশ বছর আগের মানুষটি যেন আজও অপরিবর্তিত—এ কোন রহস্য, নাকি তাঁর মনের ভুল?

time to read

12 mins

October 20, 2025

ANANDAMELA

ANANDAMELA

তাতারের বন্ধু

অলৌকিক বলে কিছু হয় না। অন্তত তাতার তো মানে না। ওর বাবা কলেজে ফিজিক্স পড়ান ৷ মা-ও কলেজে পড়ান। তবে সাইকোলজি। ঠাকুরদা ইঞ্জিনিয়ার ছিলেন। বড় পদে চাকরি করতেন। সকলের আশা তাতারও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে।

time to read

7 mins

October 20, 2025

ANANDAMELA

ANANDAMELA

ভবানীবাবুর ভূত

হারু একটু ভীরু প্রকৃতির ছেলে। রীতিমতো ভয় পেয়ে সে বলল, “তা হলে কী হবে দাদা?” হরিদাস বলল, “হবে আর কী, কোনও দিন সকালে তোর দোকানে চা খেতে এসে দেখব, তুই ঘাড় লটকে মরে পড়ে আছিস।”

time to read

9 mins

October 20, 2025

ANANDAMELA

ANANDAMELA

যেখানে ভূতের ভয়,

বিজ্ঞান নাকি বিশ্বাস? অতিপ্রাকৃত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললেন পৃথা বসু

time to read

3 mins

October 20, 2025

ANANDAMELA

ANANDAMELA

পাহাড়ের সেই রাত

চিরকুট খুলতেই অতীতের লুকোনো সত্য চোখের সামনে ভেসে উঠল। অভয়জির অলৌকিক ক্ষমতার আড়ালে যে ভয়াবহ অন্ধকার লুকিয়ে আছে, তা বুঝতে দেরি হল না।

time to read

7 mins

October 20, 2025

ANANDAMELA

ANANDAMELA

বশীকান্ত

নন্দুর উপস্থিতি টের পেয়ে বশীকান্ত একশো আশি ডিগ্রি মাথাটা ঘুরিয়ে বলল, “আরে নন্দুদা যে! আজ তোমার ছুটি, আমিই বাবুর পছন্দের রান্না করছি।” ভূতে তার নাম নিচ্ছে, নন্দু আর দাঁড়াল না। পাঁই পাঁই করে ছুটে পালিয়ে এল সেখান থেকে।

time to read

10 mins

October 05, 2025

Listen

Translate

Share

-
+

Change font size