Saptahik Bartaman - December 21, 2019
Get Saptahik Bartaman along with 5,000+ other magazines & newspapers
Try FREE for 7 days
1 Year$99.99 $49.99 Save 50%
Get Saptahik Bartaman
1 Year$51.48 $3.99
Buy this issue $0.99
Celebrating Digital Reading! Save 92% on annual subscriptions. Valid till March 1, 2021
- Magazine Details
- In this issue
Magazine Description
In this issue
Cover Story regarding Encunter
Cancel Anytime [ No Commitments ]
Digital Only
শিমুলতলার ঘাট
শিমুলতলার ঘাটে বছরের ওই একটা দিনই যাওয়া। ঘাটটা ওই সময়ই জেগে ওঠে। পরপর ধানের শালতি এসে ভেড়ে। শালতি থেকে তরপা বাঁধা ধান ঘাটে পড়ে। সেখান থেকে জনমজুর মাথায় করে খামারে নিয়ে যায়। দুলেবাগদিপাড়ার মেয়ে-বউদের জন্য ঘাটটা তরতরে হয়ে থাকে। তবু তার ওপর চট পেতে রাখে চাষি। ধানের গায়ে ধুলাে লাগতে দেবে নাকো! তবুও দু-একটা ধান চট থেকে বাইরে এসে পড়ে। তাকে কুড়ােতে ছুটে আসে বাগদি-দুলেপাড়ার বউয়েরা। মাটির ফাটল থেকে একটা একটা করে তারা খুঁটে বের করে সােনার ধান। ডাগর ছেলেমেয়েরা মায়েদের সঙ্গে ধান খোঁটে। কোলেরগুলাে কেউ খালের মাটি নিয়ে পুতুল গড়ে, কেউ ঠাকুর গড়ে। নিজেদের মধ্যে মারপিটও করে। এদের জন্যই কটা দিন ঘাটটা চঞ্চল থাকে। সন্ধে নামলে মায়েরা কাঁখে ধানের ধামা নিয়ে ঘরমুখাে হয়। ছেলেমেয়েগুলাে চাঁ-ভ্যা করতে করতে তাদের পায়ে পায়ে। দৌড়ায়।
ফ্যামিলি ম্যান সিজন ২
খুব কম থ্রিলারধর্মী ওয়েব সিরিজ থাকে যেখানে শেষ | পর্যন্ত গল্পের টানটান উত্তেজনা একইরকম ভাবে বজায় থাকে। এখন আবার অধিকাংশ জনপ্রিয় সিরিজের পরিচালকই দ্বিতীয় সিজনের সম্ভাবনা জিইয়ে রাখেন। ফলে সিরিজের সমাপ্তিতে দেখা মেলে শেষ না হওয়া এক গল্পের। খুব স্বাভাবিকভাবেই দ্বিতীয় সিজনের জন্য দিন গােনা শুরু হয়। অপেক্ষায় হা-পিত্যেশ করে বসে থাকেন দর্শকরা। অ্যামাজন প্রাইম-এর ‘ফ্যামিলি ম্যান’ এই রকমই এক জনপ্রিয় ওয়েব সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মে ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রথম সিজন দুর্দান্ত হিট। শ্রীকান্ত তিওয়ারি (মনােজ বাজপেয়ি) পুঁদে গােয়েন্দা। দেশের স্বার্থে জান লড়িয়ে অসাধ্য সাধন করে ফেলে। দায়িত্ব সামলাতে গিয়ে তাঁর পরিবার প্রায় হাতছাড়া হয়ে গিয়েছে। স্ত্রী সুচিত্রা আইয়ার তিওয়ারি (প্রিয়মণি আইয়ার। অনিচ্ছা সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়েছে। ছেলে-মেয়েরা ভাবে তাদের বাবা অন্যদের মতাে লড়াকু মানসিকতার নয়। বরং বেশ শান্তিপ্রিয়, সব কিছুতেই আপস করে নেয়। কিন্তু সমস্ত ব্যাপার বুঝতে পেরেও কিছুই করতে পারছে না শ্রীকান্ত। তার হাতে দেশের দায়িত্ব। ধরতে হবে কুখ্যাত এক জঙ্গিকে। বুদ্ধি খাটিয়ে সেই জঙ্গিকে ধরার জন্য ফাঁদও পাতে। কিন্তু হিন্দি ছবির ‘হ্যাপি এন্ডিং’ ফর্মুলার বাইরে এই সিরিজ। ফলে হিরাের সাময়িক হার হয়। জাল কেটে বেরিয়ে যায় ভিলেন। জঙ্গি মুসা (নীরজ মাধব) পালিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ে শ্রীকান্ত। কিন্তু তার জেতার আশা জিইয়ে রেখে প্রথম সিজন শেষ করেন পরিচালক রাজ এবং ডিকে।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলে নামবে পারসিভারেন্স
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার পরেই মঙ্গলের | মাটিতে নামতে চলেছে আমেরিকার পাঠানাে মঙ্গলযান পারসিভারেন্স। আগামী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে নামবে পারসিভারেন্স যার ডাকনাম পারসি। গাড়ির মতাে চাকা লাগানাে পারসি বিচরণ করবে মঙ্গলের মাটিতে। সেখান থেকে পৃথিবীতে পাঠাবে এই গ্রহ সম্পর্কে নানা অজানা তথ্য। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র জেট প্রপালসন ল্যাবরেটরিতে তৈরি পারসিভারেন্সে রয়েছে সাতটি বৈজ্ঞানিক যন্ত্র। এর সাহায্যেই মঙ্গল গ্রহ সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করা হবে। বেশ কয়েকটি ক্যামেরা এবং দুটি মাইক্রোফোন রয়েছে। এই রােভার যানটিতে। মঙ্গলের মাটিতে এই রােভার যানটি ঘুরে বেড়ালেও সেটি কোনদিকে কতটা এগবে তা নজরদারি করতে এবং উপর থেকে গ্রহটির ছবি তুলতে একটি হেলিকপ্টারও পাঠিয়েছে নাসা। ইনজেনুইটি নামে ওই হেলিকপ্টারটি মঙ্গল গ্রহের আকাশে ওড়ার সময় উপর থেকে ছবি তুলে তা পাঠাবে রােভারকে। রােভার সেই ছবি ও বিশ্লেষণ করা তথ্য পৃথিবীতে বসে নাসার বিজ্ঞানীরা জানার পর সেই অনুযায়ী পারসিভারেন্সকে পরিচালনা করবে। তবে চলাফেরার ক্ষেত্রে পারসিভারেন্সের মধ্যে স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে মঙ্গলের মাটিতে কোনও গর্ত বা খাদ থাকলে তা এড়িয়ে গিয়ে বিপদ থেকে এটি নিজেকে রক্ষা করতে পারবে।
বালাসাের সব পেয়েছির ঠিকানা
সবুজ পাহাড় ঘিরে রেখেছে এই ছােট্ট জনপদকে। আর সেই পাহাড়ের বুক চিরে নেমে এসেছে খরস্রোতা ঝর্ণা। আবার দু-পা গেলেই রয়েছে অদ্ভুত শান্ত এক সমুদ্র। আর রয়েছে। জঙ্গল। সব মিলিয়ে হাতের মুঠোয় সব পেয়েছির ঠিকানা – বালাসাের। হাতে পাঁচ থেকে সাত দিন সময় থাকলে ঘুরে আসুন পড়শি রাজ্য ওড়িশার বালাসাের। আর তাকে কেন্দ্র করে আরও কয়েকটি সুন্দর জায়গায় ঘুরে নিতে পারেন।
প্রথম আধার কার্ড প্রাপকের গল্প
প্রথম হিন্দি ছবি তৈরি করলেন পরিচালক সুমন ঘােষ। ছবির নাম ‘আধার। নাম শুনে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ছবির বিষয়বস্তু। দেশে আধার কার্ড চালুর প্রায় দশ বছর হয়ে গেল। অনেক চাপানউতাের, অনেক বিতর্কের পর শেষ পর্যন্ত আধার কার্ড হাতে পেয়েছেন অনেক ভারতবাসী। তার ফলে লাভ কী হয়েছে জানা নেই, তবে এমন একখানা ছবি পাওয়া গিয়েছে। গত বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিটি দেখানাে হয়েছিল। প্রথমে ২০২০ সালের ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে পিছিয়ে আসেন নির্মাতারা। চলতি মাসের ৫ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও কোনও এক অজ্ঞাত কারণে মুক্তি স্থগিত রাখা হয়েছে। পরিচালক জানিয়েছেন, প্রযােজনা সংস্থার তরফে শীঘ্রই নতুন তারিখ জানানাে হবে।
চায়ের ভালাে মন্দ
শম্পা চক্রবর্তী তের ভােরে লেপের অলস মায়া কাটিয়ে নিমেষে চনমনে তরতাজা হয়ে ওঠার জন্য এককাপ গরম চা চাই-ইচাই। বেশিরভাগ মানুষের যেমন সকাল-সন্ধ্যা দু’বেলা দু’কাপ চা না হলে দিন চলে না, তেমনই আবার অনেকে আছেন যাঁদের পড়াশােনা, কাজকর্ম বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা, অতিথি আপ্যায়ন বা নিছকই ক্লান্তি কাটানাের জন্য ‘চ’ চাই। প্রকৃত চা প্রেমীরা শীত-গ্রীষ্ম-বর্ষা অর্থাৎ বারাে মাসই চা পানের মধ্য দিয়ে এই শক্তিদায়ী অমৃত সুধার উৎস সন্ধান করে থাকেন। প্রাচীন ভারতীয় কাব্য, সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে বারবার চায়ের কথা ( উঠে এসেছে।
তা বাগান থেকে কাপে
পাহাড়ের কোল ঘেঁষে সবুজ চায়ের গালিচা। ভােরের | কুয়াশা ছড়িয়ে রয়েছে তার আনাচে কানাচে। দূরে উঁচু পাহাড়ের চূড়ায় সকালের নরম রােদ। যতদূর চোখ যায় যেন শিল্পীর হাতে আঁকা ছবি। রঙিন পােশাক পরা সারি সারি মহিলা পিঠে বেতের ঝুড়ি নিয়ে চা পাতা তুলে চলেছেন। সেগুলাে চলে যাবে কারখানায়। তারপর অনেকটা পথ ঘুরে, নানা প্রক্রিয়ার পর চলে আসবে আমাদের চায়ের কাপে।
চা-কফি কেন খাবেন?
ডাঃ আশিস মিত্র
ইংল্যান্ড সিরিজ ঋষভের সামনে কঠিন চ্যালেঞ্জ
কয়েকদিন আগেও ঋষভ পন্থের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠতেন বহু ক্রিকেটপ্রেমী। দেখে মনে হতাে, এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যানটির ভারতীয় দলের জার্সি গায়ে চাপানাের যােগ্যতা এখনও অর্জন। করতে পারেননি। কিন্তু ব্রিসবেন টেস্টের পর ঋষভ পন্থের নাম এখন আমজনতার মুখে মুখে। দ্বিতীয় ইনিংসে তাঁর অপরাজিত ৮৯ রানের ইনিংস ভারতকে শুধু ডনের দেশে দ্বিতীয়বার টেস্ট সিরিজ জিততে সাহায্য করেনি, তিনি নিজেও শক্ত করেছেন পায়ের তলার মাটি। এক ঝটকায় অনেকটাই পিছনে। ফেলে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী ঋদ্ধিমান সাহাকে। এই সাফল্য যদি ঋষভ ধরে রাখতে পারেন, তাহলে বাংলার পাপালির পক্ষে টেস্টে প্রথম একাদশে জায়গা ফিরে পাওয়া বেশ কঠিন হবে।
পদ্মশ্রী পেয়ে ফের সার্কিটে ফিরতে সাহসী মৌমা
গত দু’বছরে পুরােপুরি পাল্টে গিয়েছে জীবন। করােনার কারণে এতদিন প্রায় গৃহবন্দি ছিলেন। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। পদ্মশ্রী প্রাপক হিসেবে তাঁর নাম ঘােষণা হওয়ার পর বাংলার টেবিল টেনিস তারকা মৌমা দাস আবার স্বমহিমায় সার্কিটে ফেরার স্বপ্ন দেখছেন। ২০০৩ সালে তিনি পেয়েছিলেন। অর্জুন পুরস্কার। তারপর এই রাষ্ট্রীয় সম্মান আগামী মার্চের পর মৌমার মধ্যমগ্রামের বাড়ির ক্যাবিনেটে শােভা পাবে।